আজ, মঙ্গলবার ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

সেঞ্চুরির পথে পেঁয়াজ, আমদানির অনুমতি দিলো মন্ত্রণালয়

টুডেসংবাদ ডেস্ক :: ঈদকে কেন্দ্র করে পাল্লা দিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। কিছুদিন আগেও পেঁয়াজের দাম হাতের লাগালে থাকলেও এখন তা সেঞ্চুরির পথে। পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ভোক্তা-স্বার্থ রক্ষায় আগামীকাল সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে কৃষি মন্ত্রণালয়। রোববার বিকালে কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ক্রেতাদের অভিযোগ, কিছুদিন আগে যে পেঁয়াজ ৩৫ টাকা কেজিতে কিনেছেন তা এখন তিন গুন বেশি দমে কিনতে হচ্ছে। বাজারের অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে বাজারে কেজিপ্রতি পেঁয়াজের প্রায় ৮৫-৯০ টাকায় বিক্রি হচ্ছে।

 

এদিকে কৃষি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল (সোমবার) থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে কৃষি মন্ত্রণালয়। পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সীমিত আয়ের, শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবসহ সব ভোক্তার স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়।

 

টুডেসংবাদডটকম/ডেস্ক/এ

সর্বশেষ