আজ, বৃহস্পতিবার ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

কমলগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আলোচনা সভা

প্রতিনিধি, কমলগঞ্জ :: ‘মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস (ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে) উপলক্ষে কমলগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৩ মে) বিকাল ৫টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কমলগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশ্বজিত রায়।

 

সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমিন মিল্টন, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক প্রণীত রঞ্জন দেবনাথ, সাব্বির এলাহী, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান সাজু, কমলগঞ্জ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ, যুগ্ম-সম্পাদক আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক আর কে সোমেন, এশিয়ান এইজ এর কমলগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মোনায়েম খান, দৈনিক বাংলারর জেলা প্রতিনিধি সালাহউদ্দিন শুভ, দৈনিক দেশ রূপান্তরের রহুল ইসলাম হৃদয়, দৈনিক কালবেলার কমলগঞ্জ প্রতিনিধি রাজু দত্ত, বাংলাদেশ সমাচারের কমলগঞ্জ প্রতিনিধি আব্দুস সালাম প্রমুখ।

 

আলোচনা সভার শুরুতে ‘নিশ্চিত হোক গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমিন মিল্টন।

 

এসময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সংবাদ প্রকাশে কারো স্বার্থে আঘাত লাগলে মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের হয়রানি ও নির্যাতনের ঘটনা প্রায়ই ঘটছে। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে।

 

নেতৃবৃন্দ সাংবাদিকদের অবসরভাতা, ওয়েজবোর্ড বাস্তবায়ন ও সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানান।

 

এর আগে সারাদেশে নিহত সাংবাদিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

টুডে সংবাদ ডটকম/ডেস্ক/এ/

সর্বশেষ