টুডে সংবাদ ডেস্ক :: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে হযরত শাহজালালের (র.) মাজার এলাকায় গণসংযোগ করা হয়েছে।
সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে রোববার (১৪ মে) সন্ধ্যায় গণসংযোগে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।
গণসংযোগকালে তারা মাজার এলাকার ব্যবসায়ী, অধিবাসী এবং অন্যান্যদের সাথে আলাপ করেন। তারা তাদের নানা সমস্যা সম্পর্কে অবগত হন এবং নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম, মহানগর আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য জুবের খান, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভসহ নেতৃবৃন্দ।
এর আগে তিনি নগরীর মুসলিম সাহিত্য সংসদে সাবেক অর্থমন্ত্রী প্রয়াত আবুল মাল আবুল মুহিত স্মরণে সম্মিলিত নাগরিকের উদ্যোগে স্মরণ সভায় বক্তব্য রাখেন।
টুডে সংবাদ ডটকম/ডেস্ক/এ/