আজ, বুধবার ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

সম্মানের সঙ্গে নার্সিং পেশাকে মূল্যায়ন করতে হবে : আনোয়ারুজ্জামান চৌধুরী

টুডে সংবাদ ডেস্ক :: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, দেশের স্বাস্থ্যখাতের মানোন্নয়নে নার্সদের শিক্ষা ও পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি প্রযুক্তিগত ভাবেও তাদের দক্ষ হিসেবে গড়ে তোলা জরুরি। পাশাপাশি সম্মানের সঙ্গে নার্সিং পেশাকে মূল্যায়ন করতে হবে।

 

শুক্রবার (১২ মে) বিকালে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনের উদ্যোগে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, ‘একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নার্সদের গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কর্তব্য আছে। সেজন্য নার্সদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের সম্পর্কে আমাদের ধারণা পরিবর্তন করতে হবে। ‘সেই সাথে বর্তমান তথ্য প্রযুক্তির যুগে চিকিৎসা সেবায় নার্সদের আরো স্মার্ট হতে হবে।

 

বিএনএর সভাপতি শামীমা নাছরিনের সভাপতি ও বিএনএর সাধারণ সম্পাদক ইরাইল আলী সাদেকের পরিচালনায় উপস্থিত ছিলেন- এফবিসিসিআইয়ের সহ-সভাপতি এম রাজ্জাক খান, রুহুল আমিন এমএইচ ইলিয়াস দিনার, ফখরুল কামাল জুয়েল, শহিদ অপুসহ নেতৃবৃন্দ।

 

এর আগে তিনি নগরীর সাঘরদীঘীর পার জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন পরে তিনি নগরীর ৬নং ওয়ার্ডের বাদাম বাগিচা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

 

টুডে সংবাদ ডটকম/ডেস্ক/এ/

সর্বশেষ