আজ, বৃহস্পতিবার ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম

শাবিতে এলাকাবাসীর সাথে শিক্ষার্থীদের সংর্ঘষ

টুডেসংবাদ ডেস্ক :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের হাতাহাতির ঘটনায় বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার (১৬ জুন) বিকালে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে মুখোমুখি অবস্থান নেন এলাকাবাসী ও শাবি শিক্ষার্থীরা।

জানা যায়, বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকতে না দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি গার্ডের সাথে বাকবিতন্ডা হয় তাদের। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী তাদেরকে ভিতরে যেতে বাঁধা দেয়ায় তর্কাতর্কির একপর্যায়ে শাবি শিক্ষার্থী ও স্থানীয় বহিরাগতদের মধ্যে হাতাহাতি হয়। এতে উভয়পক্ষ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে মুখোমুখি অবস্থান নেয়। শাবি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ফটকের সামনের সড়ক অবরোধ করেন।

 

এক পর্যয়ে আখালিয়া এলাকাবাসী ও শাবি শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। তবে সংঘর্ষে কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

 

জালালাবাদ থানা সূত্রে জানা যায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালানো হচ্ছে।

 

টুডেসংবাদডটকম/ডেস্ক/এ/

সর্বশেষ