আজ, বুধবার ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রে জন্মদিনের অনুষ্ঠানে গুলি, নিহত ৪

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে জন্মদিনের অনুষ্ঠানে নির্বিচারে গুলিতে ৪ ব্যক্তি নিহত হয়েছেন। আহত কমপক্ষে ২০ জন।

গত শনিবার রাতে অঙ্গরাজ্যের ডেডেভিল শহরের একটি নাচের স্টুডিওতে এক কিশোরীর জন্মদিনের অনুষ্ঠানে এ গুলির ঘটনা ঘটে।

আলাবামা ‘ল এনফোর্সমেন্ট এজেন্সি’র মুখপাত্র সার্জেন্ট জেরেমি বারকেট গতকাল রোববার সাংবাদিকদের বলেন, এ ঘটনায় দুঃখজনকভাবে চারজন প্রাণ হারিয়েছেন। অনেকে আহত হয়েছেন।

অ্যানেট অ্যালেন নামের এক নারী জানান, গুলিতে তাঁর নাতি ফিল ডাউডেল মারা গেছে। সে তার বোন অ্যালেক্সিসের ১৬তম জন্মদিন উদ্‌যাপন করছিল। অনুষ্ঠান চলার একপর্যায়ে গুলি শুরু হয়। গুলিতে ডাউডেলের মা আহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিতে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত ব্যক্তিদের মধ্যে অনেক কিশোর-কিশোরী রয়েছে।

কে এই গুলি চালিয়েছেন, কেন গুলি চালানো হলো, সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা গেছে কি না, তাঁকে আটক করা হয়েছে কি না—ঘটনার ১২ ঘণ্টার বেশি সময় পরও এসব বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো তথ্য দেয়নি।

আলাবামা ল এনফোর্সমেন্ট এজেন্সির পক্ষ থেকে বলা হয়েছে, গুলির ঘটনাটি যৌথভাবে তদন্ত করা হচ্ছে। এ তদন্তপ্রক্রিয়ায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই, রাজ্যের তদন্ত সংস্থা ও ডেডেভিল পুলিশ যুক্ত রয়েছে।

সর্বশেষ