আজ, বুধবার ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

বোলিংয়ে বাংলাদেশ, ৪৫ ওভারের ম্যাচ

টুডে সংবাদ ডেস্ক :: দুই ঘণ্টারও বেশি সময় পর হলো বাংলাদেশ-ওয়ানডে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টির টস। যেখানে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল। দেরিতে শুরু হওয়ায় ম্যাচ হবে ৪৫ ওভারের।

 

এই সিরিজটি বেশি গুরুত্বপূর্ণ ছিল আয়ারল্যান্ডের জন্য। বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে তারা সরাসরি খেলতো এ বছরের ওয়ানডে বিশ্বকাপে। কিন্তু দুর্ভাগ্য সঙ্গী হয় তাদের।

 

বৃষ্টির কারণে ইংল্যান্ডের চেমসফোর্ডের প্রথম ওয়ানডে পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরের দুই ম্যাচ তাই এখন অনেকটাই নিয়মরক্ষার। দ্বিতীয়টির শুরুতেও বাধা হয়েছে বৃষ্টি। এমন ম্যাচে খেলতে নেমে একাদশে কোনো বদল আনেনি বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ

 

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, স্টিভেন ডোহেনি, অ্যান্ড্রু বালবার্নি, হ্যারি টেক্টর, লরকান টাকার, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ার, জশ লিটল, গ্রাহাম হিউম।

 

টুডে সংবাদ ডটকম/ডেস্ক/এ/

সর্বশেষ