টুডে সংবাদ ডেস্ক :: বরিশালে ঘূর্ণিঝড় ‘মোখা’র ক্ষয়ক্ষতি মোকাবিলায় সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার (১৩ মে) বিকাল ৪ টায় বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বিভাগীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, বিপিএম-বার আসন্ন ঘূর্ণিঝড় “মোখা” এর সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত সার্বিক প্রস্তুতি তুলে ধরার পাশাপাশি দুর্যোগ কালীন সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে দুর্যোগকালীন ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখার জন্য সম্ভাব্য সকল প্রস্তুতি গ্রহণ করার জন্য সবাইকে আহ্বান জানান।
সভায় আরো উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার বরিশাল মো. আমিন উল আহসান, রেঞ্জ ডিআইজি বরিশাল এস এম আখতারুজ্জামান, লেফটেন্যান্ট কর্নেল শেখ হাসিনা সেনানিবাস, মো. হাবিবুর রহমান, এসজিপি, পিপিএম, এএফডব্লিউসি, পিএসসি, বরিশালের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন সহ সংশ্লিষ্ট সকল সংস্থার প্রতিনিধিগণ।
টুডে সংবাদ ডটকম/ডেস্ক/এ/