তীব্র গরম সারা দেশে। কোথাও কোথাও বইছে তাপপ্রবাহ। রাজধানীসহ সারা দেশে গরমে নাকাল মানুষ। এর মধ্যে গতকাল সন্ধ্যায় সিলেটে খানিকটা বৃষ্টি হয়েছে। তবে তার পরিমাণ ছিল সামান্য।
রাজধানীতে বৃষ্টির দেখা নেই। আগামী দু-তিন দিনে হবে, সেই আশাও কম। আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজধানীতে যে তীব্র গরম, তা অব্যাহত থাকতে পারে। আজ তাপমাত্রা খানিকটা কমতে পারে বটে। তবে তাতে গরম কমবে না।
আজ মঙ্গলবার সকাল সাতটায় আবহাওয়া অধিদপ্তর ঢাকা ও এর আশপাশের এলাকার আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতি তুলে ধরেছে। সেখানে দেখা যাচ্ছে, সকাল ছয়টায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রা। গতকাল ঢাকার তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমলেও গরম কিন্তু কমেনি।
আবহাওয়া অধিদপ্তরের বার্তায় বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
মেঘলা আকাশ আবার সেই সঙ্গে আর্দ্রতা বেড়ে যাওয়ায় মানুষের ঘাম বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা। তিনি আজ প্রথম আলোকে বলেন, ঢাকার তাপমাত্রা আজ খানিকটা কমতে পারে। তবে আর্দ্রতাও সেই সঙ্গে বেড়েছে। এতে গরমের অনুভূতি খুব একটা কমবে না।আকাশে মেঘ ও আর্দ্রতা বেড়ে গিয়ে ঘাম বাড়তে পারে।
তিন দিন আগেও বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক কম ছিল। এতে গরম প্রচণ্ড হলেও ঘাম হয়েছে কম। এখন আর্দ্রতা বাড়তে শুরু করেছে। গরমের মধ্যেও বেড়েছে বাতাসের পরিমাণ।
তবে আবহাওয়া অধিদপ্তর তাদের তাপপ্রবাহের সতর্কবার্তায় বলেছে, দেশের ওপর দিয়ে মৃদু থেকে তীব্র ধরনের তাপপ্রবাহ চলছে। এই তাপপ্রবাহ আগামীকাল বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাবনায়, ৪৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ছিল কুড়িগ্রামের রাজারহাটে, ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।